দেশজুড়ে

শ্রীমঙ্গলে চা শ্রমিক নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজার শ্রীমঙ্গলে শৃঙ্খলা,নিরাপত্তা,প্রগতি এই শ্লোগানকে সামনে নিয়ে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চা শ্রমিক ও নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর সভাপতিত্বে ও ওসি তদন্ত আমিনুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান ( পিপিএম-বার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মোহন চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল,শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী,
রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী,কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা,সাবকে কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরাগ বাড়ই,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা,সাবেক সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল।
এছাড়াও শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৪০ টি চা বাগান থেকে আগত চা শ্রমিক ও চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়ন এর সহসভাপতি পঙ্কজ কন্দ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দি,বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা,ফুলছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি জগবন্ধু রায়,সন্তোষী রায় প্রমুখ।
বক্তারা বলেন,চা বাগানগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দূর্গা পূজা উৎসবে দেশীয় বৈধ মদের দোকানগুলো বন্ধ রাখতে অনুরোধ করেন। বহিরাগত মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও চা শ্রমিকদের লালিত গরু চুরি রোধ করতে গরু চোরদের চিহ্নিত করে তাদের ধরতে প্রস্তাবনা উপস্থাপনা করেন।


Related Articles

Back to top button
Close