দেশজুড়ে

নবীগঞ্জে হামলায় সাংবাদিক তৌহিদ আহত

প্রিন্ট করুন

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রতিপক্ষের লোকের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। আহত সাংবাদিক তৌহিদ চৌধুরী (২৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায় সাংবাদিক তৌহিদ গত শুক্রবার রাতে শহরের হাসপাতাল রোডের সেন্ট্রাল প্লাজায় ঔষধ কিনতে আসেন। এসময় আগ থেকে পরিকল্পিত ভাবে উৎ পেতে থাকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুমআহমেদের নেতৃত্বে একদল বখাটে যুবকদের হামলা সাংবাদিক তৌহিদ চৌধুরী গুরুত্বর আহত হন। আহত চৌধুরী স্থানীয় জনতা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা ও ভর্তি করান। ঘটনার খবর পেয়ে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে হাসাপাতালে গিয়ে দেখে আসেন এবং তার খোজ খবর নেন। হামলার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এস আই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ হাসাপাতে গিয়ে আহত খোজ খবর নেন এবং ঘটনার সাথে জড়িতদের আইননের মাধ্যমে বিচারের ব্যবস্থার আশ্বাস প্রদান করেন। আহত তৌহিদ চৌধুরী বলেন,দেবপাড়া ইউনিয়নের আব্দুল ওয়াদুদ মিয়ার পুত্র মাসুম আহমদ জীবন,গুলডুবা গ্রামের আরিফ হাসান,হরিধরপুর গ্রামের বদরুল আলম,ফয়ছল আহমদ ও টুনাকান্দি গ্রামের নাইম আহমদসহ ১৫/২০ জনের একদল দূর্বত্ত তার উপর পরিকল্পিত হামলা করেছে। এসময় হামলাকারী তার কাছে নগদ অর্থ মোবাইল ফোনসহ ছিনিয়ে নিয়ে যায়।


Related Articles

Back to top button
Close