দেশজুড়ে

শ্রীমঙ্গলে বজ্রপাতে ১ জনের মৃত্যু অন্য জন গুরুতর আহত

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়নের(পশ্চিম শ্রীমঙ্গল)লালবাগ গ্রামের রিয়াজ উদ্দিন নামে একজন বজ্রপাতে মৃত্যু এবং জায়দর মিয়া (৫০) নামে অরেক জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়সূত্রে জানাযায়,আজ রবিবার(২৩ এপ্রিল)সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলায় প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি ও বজ্রপাত শুরুর আগে মৃত রিয়াজ উদ্দিন হাইল হাওরে ধান কাটার জন্য গেলে ধান কাটার সময় বজ্রপাত হতে থাকে ।ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত তাহার গায়ে এসে পরে তখন সে মাটিতে পরে যায়।মাটিতে পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।বজ্রপাতে মৃত হওয়া ব্যক্তি হলেন, শ্রীমঙ্গল লালবাগ আবাসিক এলাকার মহব্বত আলীর ছেলে রিয়াজ উদ্দিন(৩২)।
আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তার বাড়ী ও একেই এলাকা লালবাগ গ্রামের জায়দর মিয়া(৫০)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার অজন্তা দেবী জানান,আজ সকালে (পশ্চিম শ্রীমঙ্গল)লালবাগ গ্রামে স্থানীয়রা বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আসার পর আমরা একজনকে মৃত অবস্থায় পাই এবং আরেক জন গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করি।


Related Articles

Back to top button
Close