দেশজুড়ে

শ্রীমঙ্গলে গণধর্ষন মামলার দুই আসামী গ্রেফতার

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গণধর্ষন মামলার পলাতক আরো দুইজন আসামী গ্রেফতার ।শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (অপারেশন)এ,কে,এম ফজলুল হক অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া সিএনজি চালক সেলিম (৩৩) ও হৃদয় নুনিয়া (২০) কে গ্রেফতার করা হয়।
সোমবার (১৭এপ্রিল)শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানাযায়,গত ১৪ এপ্রিল শুক্রবার ইফতারের পর হাদিয়া বেগম (২৩) সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালা বাজার হইতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন তাহার নিজ বাড়ি শ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করেন । তখন একটি সিএনজি তার সামনে এসে দারায় তখন হাদিয় বেগম সিএনজি চালক কে বলেন, শ্রীরামপুর যাবে তখন সিএনজি চালক বলে যে,আমি শ্রীরামপুর যাবো না। তবে আপনাকে আমি মৌলভীবাজার চাঁদানি ঘাট নিয়ে কুলাউড়া বাসে তুলে দেবো চলেন বলে হাদিয়া বেগম কে সিএনজিতে তুলেন।পরে চালক চাঁদনী ঘাটে না নিয়া ১৪এপ্রিল রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজারে নিয়ে তাহার সিএনজি গাড়িটি থামায়।তখন সিএনজি চালকের সহায়তায় পূর্ব হইতে মাজদিহি উদারপারে থাকা ০৫জন সহযোগীসহ মাজদিহি চা বাগানে নিয়া ঐ দিন রাতে ০৯.০০ ঘটিকা হইতে ১০.৩০ ঘটিকা পর্যন্ত জোর পূর্বক ভাবে পালাক্রমে ধর্ষন করে।
গণধর্ষন মামলার আসামী মোট ০৬(ছয়) জন এর মধ্যে ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। বাকি ০২ (দুই) জন পলাতক আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,আসামীদের কে ১৫ এপ্রিল বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়। আসামী হৃদয় নুনিয়া মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করিয়া ফৌজধারী কার্য বিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।


Related Articles

Back to top button
Close