শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের আহত ১৫জন

প্রকাশিত হয়েছে -

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর ও দরবেশ পুর গ্রামের উভয় পক্ষের লোকজনের মধ্যে শনিবার রাত সাড়ে ৭টায় মুখোমুখি সংঘর্ষ,হামলা পাল্টা হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ এতে
আহতরা হলেন, দাউদপুর গ্রামের, মৃত আকলিছ মিয়ার পুত্র সবুজ মিয়া-(৩০), ফারুক মিয়ার পুত্র ইম ন মিয়া(২৫), তৈয়ব আলীর পুত্র ছাবির আলী-(২০),মৃত মনর মিয়ার পুত্র মন্নান মিয়া(৪৫), হারুন মিয়ার পুত্র সাকিব (২০), মৃত আলকাছ মিয়ার পুত্র রাহেল মিয়া (২৩),আমরুল মিয়া-(২২) সহ ১৫জন আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় সবুজ মিয়াকে ভর্তি করা হয় ও মুমুর্ষ অবস্থায় ছাবির আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ এঘটনায় এঘটনার সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন৷ জানাযায়,ওই উপজেলার দরবেশ পুর গ্রামের মৃত সাজন মিয়ার পুত্র জিলৃ মিয়ার চা স্টলের সামনে দাউদপুর গ্রামের সুলেমান মিয়ার পুত্র রোজাদার আল্ আমীন বিকেলে থু থু পেলেন৷ এঘটনার জেরধরে আল আমীনকে দোকানের মধ্যে আটকিয়ে বেধড়ক প্রহার ও নির্যাতন করেন জিলু মিয়া ও তার লোকজন৷ এসময় আল আমীনকে বাঁচাতে গিয়ে দাউদপুর গ্রামের সবুজ মিয়া রক্তাক্ত জখমী হন৷ এঘটনার জেরধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে যেকোনো সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷