দেশজুড়ে

হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় দুই ভাই নিহতসহ আহত ৪

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল , বানিয়াচং থেকে। হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহতসহ আহত  হয়েছেন আরো ৪জন। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা গ্রামের আব্দুল মঈন (৬৫) ও তার ছোট ভাই পল্লী চিকিৎসক  তাজউদ্দিন (৪৫)। আহত হয়েছেন বানিয়াচং উপজেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ আরো ৩জন।

শনিবার (২৫ মার্চ) ইফতারের পর শুঁটকি ও রত্মা ব্রিজের মাঝামাঝি ভাটিপাড়া নামকস্থানে হবিগঞ্জ থেকে আসা সিএনজি অটোরিক্সা ও একটি মাটি উত্তোলনের এক্সভেটোর বহন করা লরীর সংঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনার স্থালে নিহত হন।

স্থানীয়রা ঘটনার স্থল থেকে গুরুতর আহত অবস্থায়  আব্দুল মঈন ও তাজউদ্দিনসহ দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে একাধিক সৃত্রে জানা যায়।

এ দুর্ঘটনার খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নবকুমার-এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল মঈন ও তাজউদ্দিন বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নে তাদের খালার জানাজার নামাজ পড়ে সিএনজি অটো রিক্সাযোগে হবিগঞ্জ থেকে নিজবাড়ী বানিয়াচং ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা দেখে তিনি তার গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠান।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, ‘আমি হবিগঞ্জ শহর থেকে ফেরার পথে দুর্ঘটনাটি দেখতে পাই। তখন অনেকগুলো গাড়ি সেখানে থাকলেও কেউ রোগীদের নিতে রাজি হননি। তাৎক্ষণিক আমি আমার গাড়ি দিয়ে উনাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। পরে আমি অন্য একটি সিএনজি নিয়ে অফিসে চলে আসি। পরে জানতে পেরেছি আহত দুই সহোদর মৃত্যুবরণ করেছেন।’


Related Articles

Back to top button
Close