বানিয়াচংয়ে পাওনা টাকার জন্য বন্ধুর কোদালের আঘাতে প্রাণ গেলো বন্ধুর

হবিগঞ্জের সংবাদ,হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সুজাতপুর ইউনিয়নে পাওনা টাকা না দেওয়ায় বন্ধুর কোদালের আঘাতে বিষ্ণু সরকার (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বিষ্ণু সরকার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। পরে অভিযান চালিয়ে ঘাতক মিন্নত আলীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বানিয়াচং থানার ওসি (তদন্ত) মো. আবু হানিফ বলেন, ‘বিষ্ণু সরকার ও মিন্নত আলী বন্ধু ছিলেন। সেই সুবাদে মিন্নতের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন বিষ্ণু। এ টাকা ফেরত দেওয়া নিয়ে শুক্রবার রাতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মিন্নত কোদাল দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করলে সে মারা যায়। গতকাল শনিবার সকালে বিষ্ণুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে অভিযান চালিয়ে ঘাতক মিন্নত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।