দেশজুড়ে
প্রিন্ট করুন
গণহত্যা দিবস পালন

হবিগঞ্জের সংবাদ।
গণহত্যা দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সকালে স্থানীয় নিমতলায় আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
সভায় অন্যান্যের মাঝে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌড়প্রসাদ রায়, আব্দুস শহীদ বক্তব্য দেন।
এর আগে ২৫ মার্চ কালোরাতে এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।