Unauthorisedদেশজুড়ে

শ্রীমঙ্গলে কভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত ও আহত ১

প্রিন্ট করুন

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাণ কম্পানির পন্যবাহী কভার্ড ভ্যানের ধাক্কায় সুমন নামের একজন নিহত ও আহত সৌরভ পাল ।
শুক্রবার (২৪ মার্চ)দুপরে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ রোডস্থ র‌্যাব ক্যাম্পের সামনে প্রাণ কম্পানির পন্যবাহী কভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আহোরী নিহত ও আহত এক।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ রোডস্থ র‌্যাব ক্যাম্পের সামনে সিলেট থেকে আসা প্রাণ কম্পানির পন্যবাহী কভার্ডভ্যান এক বাইসাইকেল আহোরী কে ধাক্কা দেয় । কভার্ড ভ্যানের ধাক্কা ঘটনাস্থলেই একজন নিহত ও নিহতের সাথে থাকা অপরজন আহত হয়।
দূর্ঘটনায় নিহত ব্যক্তি শ্রীমঙ্গল শহরের সন্ধ্যানী আবাসিক এলাকার রাধাচরন রায়ের ছেলে সুমন রায় (৩০),আহত সৌরভ পাল(২০)।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গঠনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাণ কম্পানির পন্যবাহী কভার্ড ভ্যান কে থানায় নেওয়া হয়েছে। কভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে বলে তিনি জানান।


Related Articles

Back to top button
Close