দেশজুড়ে

মাধবপুরে আমন মৌসুমে ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য অধিদপ্তর

প্রিন্ট করুন

মাধবপুরে আমন ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য অধিদপ্তর

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক।
হবিগঞ্জর মাধবপুর উপজলায় চলিত আমন মৌসুমে খাদ্য অধিদপ্তর ধান, চাল সংগ্রহ অভিযানর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে নি। উপজলার দুইটি খাদ্য গুদাম এ পর্যন্ত ১ কজি ধানও সংগ্রহ করতে পারে নি।

জানা যায়, সংগ্রহ অভিযান শেষ হওয়া আর মাত্র ৯ দিন বাকী রয়েছে। আমন মৌসুমে সরকারি ভাবে ৫৯০ মেট্রিক টন ধান ও ৪৪০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। গত অর্থ বছরের ১৭ ই নভেম্বর থেকে সংগ্রহ অভিযান শুরু হয়। সময় বর্ধিত করায় চলিত বছরের ৩১ শ মার্চ আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শেষ হবে। খাদ্য বিভাগ এই সময়ের মধ্যে ১ কজি ধানও সংগ্রহ করতে পারেনি।

আরও জানা যায়, এই সময়র মধ্যে চাল সংগ্রহ করেছে ২৩২ টন সিদ্ধ চাল। যা সরকারি বাজার মূল্য প্রতি কজি ৪২ টাকা ধরা হয়েছে। আর ধানের মূল্যে প্রতি কজি ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের দারি সরকারি গুদামে ধান সংগ্রহের সময় আর্দ্রতা ৪০ শতাংশর নিচে থাকার বাধ্যবাদকতা করা হয়েছে। হাট বাজার বিক্রয়র ক্ষেত্রে এমনটা নয় এবং হাট বাজার বিক্রয় করলে নগদ টাকা পাওয়া যায়। সরকারি গুদামে বিক্রয় করলে অনক রকম প্রক্রিয়া শেষ করতে হয়।

উপজলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহানা সুলতানা বলেন, “সরকারি ভাবে ধান সংগ্রহ মূল্য ৪০ কজি (১ মন) ১ হাজার ১ শত বিশ টাকা। হাট বাজার ৪০ কজি (১ মন) ১ হাজার ১শত ৪০ থেকে ১ হাজার ২শত টাকা দরে বিক্রয় হচ্ছে। হাট বাজারে ধান চালরে দাম বেশির কারনে কৃষক সরকারি গুদামে ধান চাল বিক্রয় করতে চায় না। সেই কারণে আমরা কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে পারি নি।”


Related Articles

Back to top button
Close