দেশজুড়ে

২২মার্চ আরও ৮১৫ পরিবার ঘর পাচ্ছেন

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক।
হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছে আরও ৮১৫ পরিবার। 

আগামী বুধবার (২২ মার্চ) ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ দিন জেলার ৯ উপজেলার ৮১৫টি ঘর উদ্বোধন করা হবে। এ নিয়ে হবিগঞ্জে মোট ২ হাজার ৮৯৮টি পরিবারকে ঘর দেওয়া হবে। 

হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির বলেন, যারা প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে, তারা আগে অনেকটা যাযাবরের মতো ছিল। ঘর দেওয়ার পাশাপাশি তাদের সরকারের পক্ষ থেকে স্বাবলম্বী হওয়ারও সুযোগ দেওয়া হবে। ঘরের বাসিন্দারা এখানে হাঁস-মুরগি পালন, সবজি চাষেরও সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এ পরিবারগুলোর জীবন বদলে যাচ্ছে। 


Related Articles

Back to top button
Close