Unauthorisedদেশজুড়ে

অবৈধ স্থাপনা উচ্ছেদে হবিগঞ্জ জেলা প্রশাসন

প্রিন্ট করুন

হবিগঞ্জ প্রতিনিধি।

হবিগঞ্জ শহরের নাতিরপুর ও বাতিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় এক্সেভেটরের মাধ্যমে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, ওই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন রেল লাইন সহ আশেপাশের জায়গায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্থাপনা বানিয়ে দখল করে রেখেছিল একটি মহল। এরই প্রেক্ষিতে সরকারি জায়গা উদ্ধারে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক স্থাপনা এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

তিনি জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগ ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। 


Related Articles

Back to top button
Close