দেশজুড়ে

নবীগঞ্জে জুয়ার আসর থেকে আটক ৪

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক।
নবীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে চার জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান।

আটকরা হলেন- নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের তাহের মিয়ার ছেলে রুহুল আমীন (৪২), গন্ধা গ্রামের আখলাকুর রহমান চৌধুরীর ছেলে রুহেল চৌধুরী (৪৫), একই গ্রামের মৃত এমরান মিয়ার ছেলে আবুল কালাম (৪৫) ও গুমগুমিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া (৩৫)।

ওসি মো. সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে জুয়ার আসর বসে। গোপন সূত্রে খবর পেয়ে আসর থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ এ চার জনকে আটক করা হয়েছে।

জুয়ার আসর থেকে আরও কয়েকজন পালিয়েছে। মামলা দায়েরের পর আটকদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।


Related Articles

Back to top button
Close