শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রুবেল আহম্মদ,শ্রীমঙ্গল মৌলভীবাজার থেকে।মৌলভীবাজোরের শ্রীমঙ্গলে মানবতার সেবায় প্রতিবন্ধী পরিবারের মধ্যে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।আজ(৮মার্চ)বুধবার বিকাল ৩ ঘঠিকায় শ্রীমঙ্গল কলেজ রোডস্হ প্রেসক্লাবের হল রুমে হুইল চেয়ার বিতরণ অনুষ্টিত হয় ।শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহযোগিতায় মিশন রোডের বাসিন্দা লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেনের উদ্দ্যোগে মানবতার সেবায় প্রতিবন্ধী পরিবারের মধ্যে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবে সহ সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন,সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল,সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ সায়েদ আহমদ,সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান,দৈনিক দিনকাল শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ,প্রেসক্লাব কার্য্যকারী সদস্য নূর মোহাম্মদ সাগর,মো.শাকির আহমেদ,প্রেসক্লাব সদস্য মো.শামীম আহমদ ও প্রথম আলোর প্রতিনিধি শিমুল তরফদ,প্রধান শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমদ সিদ্দিকী,মাওলানা নোমানী,সাইফুল রহমান সোয়েব প্রমুখ।লন্ডন প্রবাসী দেলওয়ার হোসেন জানান,এ বছর ৪টি হুইল চেয়ার এবং আসছে রমজান মাসে
১০০ জন অসহায় মানুষকে চাল/ডাল/চিনি/পেয়াজ/মাছ/মাংস বিতরণ করবেন।