দেশজুড়েবানিয়াচং

বানিয়াচংয়ে প্রভাবশালীর লাঠিয়াল বাহিনীর হামলায় একটি নিরীহ পরিবারের ৫ জন আহত!!

প্রিন্ট করুন

বানিয়াচং প্রতিনিধি:-হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রভাবশালীর লাঠিয়াল বাহিনীর হামলায় একটি নিরীহ পরিবারের ৫ জন আহত হয়েছেন।বানিয়াচং থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জনৈক প্রভাবশালীর নির্দেশে হামলায় নেতৃত্ব দিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি ভাংচুর মামলার প্রধান আসামি ও বহু মামলার আসামি শরীফ উদ্দিন ঠাকুর।

শনিবার(২৫ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় উপজেলার ১নম্বর ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়ায় এই হামলার ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান,মোশাহেদ জমাদারের প্রতিবেশী প্রভাবশালী জৈনক এক ব্যাক্তির সাথে জমাদার বাড়ির সিমানা নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালীর লাঠিয়াল হয়ে শরীফ উদ্দিন ঠাকুর গংরা জমাদার বাড়ির লোকজনের সাথে তর্কবিতর্কে লিপ্ত হন।তর্কবিতর্কের জেরে শরীফ উদ্দিন ঠাকুরের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমাদার বাড়িতে তার লোকজন হামলা চালায়।এসময় শরীফ উদ্দিন ঠাকুর হাতুয়া মারপিটে আহত হন এবং জমাদার বাড়ির হারুন মিয়া,সুমন মিয়া,জিসান মিয়া,রুমন মিয়া,হাসান মিয়াসহ ৫জন গুরুতর আহত হয়েছেন।আহতরা প্রত্যেকেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

সংঘর্ষের ঘটনা সম্পর্কে মোশাহিদ জমাদার বলেন,আমি বাড়িতে ছিলামনা।জায়গার সিমানা নিয়ে একটি পক্ষের সাথে আমাদের বিরোধ রয়েছে।অথচ যার সাথে বিরোধ, তার সাথে আমাদের সংঘর্ষ হয়নি।শরীফ উদ্দিন ঠাকুর গংরা তাদের পক্ষ নিয়ে আমাদের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে আমার ছেলে ভাতিজাদের আহত করেছে।শরীফ উদ্দিন ঠাকুর বলেন,আমাকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে মোশাহিদ জমাদারের স্বজনরা।এবিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।


Related Articles

Back to top button
Close