
বানিয়াচং প্রতিনিধি:-স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করায় হবিগঞ্জের বানিয়াচংয়ে নার্গিস বেগম (৩০)নামে এক বিধবা নারীকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে অভিযুক্ত গিয়াস উদ্দিন বাহিনীর লোকজন।
সোমবার(২০ ফেব্রুয়ারি)দুপুর ৩.টায় ওই বিধবা নারী হুমকির বিষয়টি সাংবাদিকদের অবগত করেন।
বিধবার স্বামী নিহত সুজাত মিয়া (৩৬) উপজেলার ৩ নম্বর ইউনিয়নের বানেশ্বর বিশ্বাসের পাড়ার মৃত নুর আলীর পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৮/১০ বছর যাবত সুনামগঞ্জের ছাতক থানাধীন দোলার বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাকা গৃহ নির্মাণের ঠিকাদারি কাজ করে আসছিলেন সুজাত মিয়া।সেই সুবাধে নিজ এলাকার অনেক রাজমিস্ত্রী তার সাথে কাজ করতেন।নিজ এলাকার গিয়াস উদ্দিন,তাহের মিয়া,সোহেল মিয়া,রাসেল মিয়া,জীবন মিয়া এবং বানিয়াচংয়ের আরো অনেকে তার অধীনে রাজ কাজ করে আসছিলেন। গত ১৩ জানুয়ারি দিনের বেলা নিজ এলাকার নির্মাণ শ্রমিক গিয়াস উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম ছেলে এবং স্বামীর সাথে আলাপ করার জন্য ভিডিও কল দেন ঠিকাদার সুজাত মিয়ার মুঠোফোনে।সেই ভিডিও কল দেওয়াই কাল হয়ে দাড়ালো সুজাত মিয়ার জীবনে।নির্মাণ শ্রমিক গিয়াস উদ্দিন ভূল বুঝেন সুজাতকে।তার সন্দেহ হয় তার স্ত্রী সুফিয়ার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে ঠিকাদারের।সেই ভিডিও কলে কথা বলাকে কেন্দ্র করে গত ১৪ জানুয়ারি রাত-দেড়টায় ভাই তাহের মিয়া,ছেলে সুহেল মিয়া,ভাতিজা রাসেল মিয়া,জীবন মিয়াদের সাথে নিয়ে ঘুমন্ত অবস্থায় ঠিকাদার সুজাত মিয়াকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘাতক গিয়াস উদ্দিন।গুরুত্বর আহত সুজাত মিয়ার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জড়িত গিয়াস উদ্দিন বাহিনী পালিয়ে যায়।এসময় স্থানীয়রা আহত ঠিকাদার সুজাত মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেন।সেখানে ছয়দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে মৃত্যু বরণ করেন ঠিকাদার সুজাত মিয়া।এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাতক থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহত সুজাত মিয়ার স্ত্রী নার্গিস বেগম।মামলা দায়েরের পর ঘাতকরা কিছুদিন পলাতক থাকলেও বর্তমানে তারা বানিয়াচংয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং নিহত সুজাত মিয়ার বিধবা স্ত্রীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার স্বজনরা।

এবিষয়ে বিধবা নারী নার্গিস বেগম সাংবাদিকদের জানান,তার স্বামী সুজাত মিয়াকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে একই এলাকার গিয়াস উদ্দিনসহ তার স্বজনরা।আমি আমার স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করায়,মামলা তুলে নিতে প্রতিদিন আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমার স্বামীর খুনি গিয়াস উদ্দিনসহ তার স্বজনরা। আমার ছোট দুটি ছেলে মেয়ে রয়েছে।স্বামীর মৃত্যুর পর এমনিতেই কষ্টে দিনাতিপাত করছি আমি। তার উপর প্রাণনাশের হুমকি।আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।আমি জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।