দেশজুড়ে

বানিয়াচংয়ে আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত

প্রিন্ট করুন


সাজ্জাদ বিন লাল,বানিয়াচং থেকে।

বানিয়াচং উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ-২ আসনের এমপি ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ।

২৩ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মসন সিংহের সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয় বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আন্তরিকতা প্রয়োজন। বিশেষ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।

অপরাধী যদি নেতৃস্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না। তিনি আরো বলেন দু’য়েকজন সদস্যের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের যাতে দুর্নাম না হয় সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে হবে। অপরাধমুক্ত দেশ গড়তে জনগণকে সাথে নিয়ে জনপ্রতিনিধি এবং প্রশাসনের সমন্বয়ে কাজ করা প্রয়োজন। সকালে মিলেই দেশটাকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী ভাই, ভাইস-চেয়ারম্যান ফারুক আমীন ভাই, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ বাবু অজয় দেব রায়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Related Articles

Back to top button
Close