শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

আরটিভির ‘বাংলার গায়েন’ চ্যাম্পিয়ন বাঁধন মোদককে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে -


হবিগঞ্জের সংবাদ, অনলাইন ডেস্ক।
আরটিভির ‘বাংলার গায়েন’ চ্যাম্পিয়ন বাঁধন মোদককে সংবর্ধনা ও লোক উৎসব উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জমজমাট লোকগানের আসর।

রোববার (২২ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে আয়েজিত এ অনুষ্ঠানে মাঘের প্রচণ্ড শীত উপেক্ষা করে শত শত লোক জড়ো হন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লোক উৎসবে গান উপভোগ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান নাছির, সাবেক পৌর মেয়র মো. ছালেক মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।

আলোচনা সভা শেষে সঙ্গীতশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, বাঁধন মোদকসহ অন্য শিল্পীরা লোক উৎসবে গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরটিভির ‘বাংলার গায়েন’ চ্যাম্পিয়ন বাঁধন মোদকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এমপি আবু জাহিরসহ অতিথিবৃন্দ।

আবু জাহির এমপি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে আমাদের নিজস্ব সংস্কৃতি এখন পশ্চিমা সংস্কৃতির আড়ালে গ্রাস হওয়ার উপক্রম। তাই বর্তমান সরকার আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। লোক উৎসবও সেই উদ্যোগের অংশ। এই লোক উৎসব টিকিয়ে রাখবে আমাদের দেশীয় সংস্কৃতিকে।