শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে সরকারি খাল ভরাট করছে ভূমিদস্যুরা!!

প্রকাশিত হয়েছে -

স্টাফ রিপোর্টারঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাল ভরাট করে ভিট নির্মাণ করছে একটি ভূমিদস্যু চক্র।

সোমবার (৯ জানুয়ারি)বেলা ১২.টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়ক সংলগ্ন উপজেলার ৩নং ইউনিয়নের ঢালি মহল্লায় সরকারি খাল ভরাট করে ভিট নির্মাণ করার চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ৩নং ইউনিয়নের ঢালি মহল্লায় অনেক সরকারি ভূমি রয়েছে,যা ইতিমধ্যেই বিভিন্ন ভূমিদস্যুদের দখলে রয়েছে।সম্প্রতি সড়কের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া জনসাধারণের পানি নিস্কাশনের সরকারি খাল ভরাট করে ভিট নির্মাণ করছে ওই এলাকার মৃত আব্দু রশিদ মিয়ার পুত্র লালন মিয়া।

স্থানীয়রা জানান,খালটি প্রাচীন আমল থেকে পানি নিষ্কাশনের কাজে ব্যবহার হয়ে আসছিলো, কালের বিবর্তনে ধীরে ধীরে ভূমিদস্যুরা খালের অংশ ভরাট করে নিয়েছে।বর্তমানে খালটি আর খালের রূপে না থাকলেও, বর্ষাকালে আশপাশের এলাকার পানি নিষ্কাশন হয়।অথচ ওই এলাকার লালন মিয়া নামে ব্যাক্তি খালের মধ্যে বড় ট্রাক্টর দিয়ে কয়েকদিন যাবত মাটি ভরাট করে ভিট নির্মাণ করছেন।খালটি চিরতরে ভরাট করা হলে এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য-কয়েক বছর আগে খালের উপর বিল্ডিং নির্মাণ করতে চেয়েছিল একটি ভূমিদস্যু চক্র,পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছিল।

খাল ভরাট সম্পর্কে লালন মিয়ার বোন জামাই সাবেক ওয়ার্ড মেম্বার জলিল মিয়া জানান,খালটি সরকারি এটা সত্য,তবে সে খালের সাইটে মাটি জমা করছে অন্য জায়গায় ফেলবে বলে।খাল ভরাটকারী লালন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক শুনে তিনি কল কেটে দেন।

এব্যাপারে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি বলেন,বিষয়টি শুনেছি,তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।