শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত হয়েছে -

স্টাফ রিপোর্টারঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নমীর আলীকে সম্মাননা স্মারক প্রদান করেছে বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

শুক্রবার (৬ জানুয়ারি)বেলা ১২.টায় বানিয়াচং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড”র অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই মুক্তিযোদ্ধাকে স্মারক প্রদান করা হয়।

স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড”র সভাপতি তানভীর হোসাইন পলাশ,সদর সভাপতি এবং হ্যালো অক্সিজেন টিম লিডার নিশাত রহমান,বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক রিপন খান,দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার সুজন মিয়াসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-মুক্তিযোদ্ধা নমীর আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।স্বাধীনতা সংগ্রামের সময় চাকুরীরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন।যুদ্ধ চলাকালীন সময়ে শত্রু পক্ষের গুলিতে তিনি গুরুতর আহত হন।যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নমীর আলী বর্তমানে বানিয়াচং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।