দেশজুড়েবানিয়াচং

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে ভূমি দখলের পায়তারা!!

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টারঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে অবৈধভাবে ভূমি দখলের পায়তারা করছে মুক্তিযোদ্ধার পুত্র ও স্বজনরা।শুধু তাই নয় কথায় কথায় আমরা মুক্তিযোদ্ধার পুত্র এবং আইন আমাদের হাতের মুঠোয় বলে ভুক্তভোগীকে হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এঘটনায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বানিয়াচং থানায় ৬জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মনোয়ার হোসেন মিলন।

অভিযুক্তরা হল,১নং ইউনিয়নের পূর্ব তোপখানা মহল্লার মুক্তিযোদ্ধা মৃত মিজানুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন নিশাত(৩২),ইমরান মিয়া(২৫),স্ত্রী নেহার বেগম(৬০),এবং তাদের স্বজন একই এলাকার রফিক মিয়ার পুত্র শহিদুল ইসলাম মহরী(৫০),নুরুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম মিশু(৩৬),জুনেদুল মিয়া(৩০)।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,তোপখানা এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন মিলন তার পার্শ্ববর্তী বাড়ীর মৃত বাচ্চু মিয়ার ওয়ারিশানগনের কাছ থেকে বসতরকম ভূমি রেজিষ্ট্রি মূলে ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন।অপরাংশ উত্তরে বাড়ির মালিক মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের ওয়ারিশানগণ।উভয়পক্ষ প্রত্যেকের মালিকানা বসতভিটায় বসবাস করে আসছেন।সম্প্রতি বাড়ির সিমানা প্রশস্ত করতে মনোয়ার হোসেন মিলনের ক্রয়কৃত ভূমিতে কুদৃষ্টি পড়ে মুক্তিযোদ্ধা পুত্র দেলোয়ার হোসেন নিশাতের।প্রায়ই মনোয়ার হোসেন মিলনের সাথে বাড়ির সিম সিমানা নিয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হয় নিশাত ও তার স্বজনরা।এনিয়ে এলাকার পঞ্চায়েত ব্যক্তিদের নিয়ে কয়েকদফা শালিস বৈঠক হয়,শালিস বৈঠকের সিদ্ধান্ত না মানিয়া গায়ের জোরে জায়গা দখল করে নেবে মর্মে পক্ষকে হুমকি দেয় নিশাত এবং তার স্বজনরা।এনিয়ে উভয় পক্ষের মাঝে প্রায়ই কথা-কাটাকাটি হয়।সম্প্রতি আবারো মঙ্গলবার দুপুরে মনোয়ার হোসেন মিলনকে জায়গা জোরপূর্বক দখল করে নেবে মর্মে হুমকি দেয় নিশাত ও তার স্বজনরা।এঘটনায় তিনি বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সামসুর রহমান,আনোয়ার হোসেন জানান,নিশাত এবং তার স্বজনরা মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে জায়গাটি জোরপূর্বক দখল নিতে চায়।তারা মুক্তিযোদ্ধা পরিবারের লোক হওয়ার বরাতে এলাকার বিভিন্ন মানুষকে হুমকি-ধামকি দিয়ে আধিপত্য বিস্তার করে লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে।

ভূক্তভোগী মনোয়ার হোসেন মিলন জানান,আমি ভূমিটি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি।অথচ নিশাত ও তার স্বজনরা আমার জায়গা জোরপূর্বক দখল করে নেবে বলে আমায় আজ হুমকি দিয়েছে।নিশাত ও তার ভাই ইমরান কথায় কথায় বলে আমরা মুক্তিযোদ্ধার সন্তান,আইন আমাদের হাতের মুঠোয়,আমরা যা খুশি তাই করতে পারি বলেও হুমকি দিয়েছে আমায়।


Related Articles

Back to top button
Close