বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

স্টাফ রিপোর্টারঃ-বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটায় তার নামে রামনাথ স্মৃতি পাঠাগার স্থাপনের কার্যক্রম চলমান আছে বলে সভাকে অবহিত করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন তৎপর থাকায় বিল-জলমহাল, জায়গা-জমি নিয়ে বিরোধ কমে গেছে বলে সভাকে জানানো হয়।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকায় এটা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান আহাদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দাস, মাওঃ আতাউর রহমান, শেখ শাহনেওয়াজ ফুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসুদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদেকুর রহমান, নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ।