দেশজুড়েবানিয়াচং

ধনপুর বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টারঃ- বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের ৩৭নং ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের শুরু থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি চিত্রা অংকন করেন ছাত্রছাত্রীরা।ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার হবিগঞ্জের সংবাদকে জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে লাখো জনতা ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে,ত্রিশ লক্ষ শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা।এসময় তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন আচার্য কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস পালনে যথাযথ ব্যবস্থা নিয়েছি। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি চিত্রা অংকন করেন ছাত্রছাত্রীরা। বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন আচার্য, সহকারী শিক্ষক সৈয়দ আহমদ নবী, রুহুল আমিন, ধনপুর জামে মসজিদের ঈমাম মাওলানা শাহ গোলাম মোস্তুফা,উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close