দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে জুয়া খেলা থেকে ৬জনকে গ্রেফতার।।

স্টাফ রিপোর্টারঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে নগদ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
শুক্রবার(২৫ নভেম্বর) উপজেলার ৪নং ইউনিয়নের যাত্রাপাশা মোকাম হাটির একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।এসময়
তাদের কাছ থেকে নগদ ৫৬৪০ টাকা এবং জুয়া খেলার ১প্যাকেট তাস উদ্ধার করা হয়।জুয়ার আসর থেকে আটককৃতরা হল ওই এলাকার মৃত ছিপত মিয়ার পুত্র বেনু মিয়া(২৬),ফুল মিয়ার পুত্র রাহিদুল মিয়া(২২),কদ্দুস মিয়ার পুত্র মজিবুর মিয়া(২৫),আব্দাল মিয়ার পুত্র সুহেল মিয়া(৩৪),ভূট্রো রবিদাসের পুত্র গোপাল রবিদাস(২০),চান মিয়ার পুত্র জিসান আহমেদ মুসন(২১)।তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বানিয়াচং থানা পুলিশ।