দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মৃত্যু

সাজ্জাদ বিন লাল । বানিয়াচংয়ের পল্লীতে মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পড়ে ১২ নং সুজাতপুর ইউনিয়ননের ইকরাম গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র নাজিম হোসেন (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার ইকরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, নাজিম হোসেন নামে ওই শিশুটি তাদের বাড়ি পাশে একটি জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় ওই জমি ঘেষা সড়ক দিয়ে একটি মাটি ভর্তি ট্রাক্টর যাওয়ার সময় নাজিম চাকার নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।