দেশজুড়ে

নবীগঞ্জে ভাতিজাদের হামলায় চাচা চাচি মৃত্যুর মৃত্যুপথ যাত্রী

প্রিন্ট করুন

হবিগঞ্জ সংবাদদাতা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের হামলায় ৫ সন্তানের জনক আনসার মিয়া (৫৫) নামের কৃষক ও তার স্ত্রী রিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন৷
তাদেরকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে অবস্থার বেগতিক দেখে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ এর পর থেকে কৃষক আনসার মিয়া সিলেট ওসমানী মেডিকেলে চিকিসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গত ৩দিনধরে৷
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকাল অনুমান ২টার সময় আহত সূত্রে জানাযায় ও এলাকাবাসী জানান, উপজেলার দাউদ পুর গ্রামের মৃত ওয়াহাব উল্লার পুত্র কৃষক আনসার মিয়ার সাথে তারই চাচাতো ভাই মৃত ওয়াছির মিয়ার পুত্র হাফিজ মিয়া, আরিছ মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত পূর্ববিরোধ চলে আসছিল৷ এরই জেরধরে ঘটনার উল্লেখিত সময়ে বিরোধপূর্ণ জায়গা থেকে জোরপূর্বক বাঁশ কেটে নিয়ে যান হাফিজ মিয়া ও তার লোকজন৷ এঘটনার প্রতিবাদ জানান, আনসার মিয়ার ছোট ভাই আরজান মিয়া,এতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃস্টি হলে একপর্যায়ে হাফিজ মিয়া, আরিছ মিয়া ও তাদের লোকজন মিলে আনসার মিয়ার উপর দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে হামলা চালায়৷ এতে আনসার মিয়ার নাকে মুখে সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হন ও তার স্ত্রী রিনা বেগমও গুরুতর রক্তাক্ত জখমী হন৷ এঘটনায় গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং মারাত্মক রক্তাক্ত জখমী আনসার মিয়া এখনো শঙ্কামুক্ত নয় বলে তার চিকিৎসকেরা জানিয়েছেন এবং তার চিকিৎসাটি অনেক ব্যয়বহুল বলেও জানা যায়৷


Related Articles

Back to top button
Close