বাউল হায়দারের মাতার মৃত্যু ও বাউল নিবাসের স্ত্রী’র পরলোক গমনে শোক প্রকাশ

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে প্রবীণ বাউল শিল্পী শাহ্ আলী হায়দার এর মাতার মৃত্যুতে ও প্রবীণ বাউল শ্রী নিবাস দাশ এর স্ত্রী’র পরলোক গমনে “প্রবীন বাউল সংগঠন নবীগঞ্জের
এর মাসিক সাধারণ সভায় গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ৷ এছাড়াও সিলেটের বাদাঘাট এলাকায় সম্প্রতিঃ একটি বাউল গানে যাবার পথিমধ্যে একদল নরপশু কর্তৃক অপহরণ পূর্বক ন্যাক্কারজনক নির্যাতনের শিকার শিল্পী কুলসুমা আক্তার শিফা ও এ্যানি আক্তার এর ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান নেতৃবৃন্দ৷
আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী, বাঙালি জাতির হাজারো বছরের ইতিহাস ঐতিহ্য, লোকসংস্কৃতিকে সুস্থ ধারায় বুকে ধারণ করে, গত ২২/০৮/২০২২ ইং তারিখে একঝাঁক প্রবীণ বাউল শিল্পীদের নিয়ে নবীগঞ্জে গঠন হয় “প্রবীণ বাউল সংগঠন নবীগঞ্জ ” উক্ত সংগঠনের কার্যক্রম অতি সুনামের সহিত পরিচালনা হয়ে আসছে৷ এরই ধারাবাহিকতায় গত রবিবার বিকাল ৫টায ০৬/১১/২০২২ ইং তারিখে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ সংগঠনের সভাপতি প্রবীণ বাউল এখলাছুর রহমান আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম.মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডললীর সদস্য প্রবীণ বাউল মোঃ ধন মিয়া, উপদেষ্টা সদস্য রাখাল দাশ,হান্নান মিয়া,মুহিবুর রহমান সিতাব আলী,ফয়জুল হক, সহসভাপতি প্রবীণ বাউল আইদ আলী আশিকী,বাউল
ফারুক মিয়া,প্রবীণ বাউল ছালেক উদ্দীন, গীতিকার অধম গোপাল রায,বাউল সমুজ আলী, বাউল নাসির উদ্দীন, গীতিকার ডাঃ আব্দুল মুকিত, সংগীত অনুরাগী মোঃ লেবু মিয়া, বাউল মারজু দেওয়ান, শিল্পী শাজাহান ভান্ডারী, ফকির গফুর মিয়া, শাহ্ নানু পাগলা সহ আরো অনেকেই৷