দেশজুড়ে

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে আহত ২০

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে ২০জনের অধিক মানুষ আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৮ অক্টো বর) বিকালে শহরের মিশন রোড, উকিলবাড়ী রোত, ভাড়াউড়া রোড, ষ্টেশন রোড, পোস্ট অফিস রোডসহ বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫জন পথচারিকে কামড়ে দেয় কুকুরটি। কুকুরের কামড়ে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। আক্রান্ত কয়েকজন জানান,, হঠাৎ করে বেপরোয়া একটি লাল-সাদা মিশ্রিত বাদামি কুকুর মানুষের উপর আক্রমন করে। এর পর কুকুরটি একে একে পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রায় ২০/২৫জনকে কামড়ে আহত করে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রাণি সম্পদ বিভাগ শহরের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক প্রচারনা চালায়।

এসময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আগামীকাল সকাল ১০টা থেকে কুকুরের কামড়ে আক্রান্তদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভ্যাকসিন দেওয়া হবে। আক্রান্ত সকলকে হাসপাতালে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করতে করতে পরামর্শ দেন। এছাড়াও কুকুরটিকে দেখামাত্র প্রাণি সম্পদ কর্মকর্তাকে জানাতে বলা হয়।


Related Articles

Back to top button
Close