দেশজুড়ে

প্রিন্ট করুন

৪ দিন ৯ ঘণ্টা করে থাকবে না বিদ্যুৎ

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক।
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত টানা চার দিন শিডিউল অনুযায়ী সকাল থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের ওপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।

শামছ-ই-আরেফিন জানান, বৃহস্পতিবার নগরীর সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়ায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার মহানগরীর বন্দরবাজারের হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর ও ছড়ারপারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, আল-ইসলাহ আ/এ, সোনার বাংলা আ/এ, আলুরতল, গোপালটিলা, আরামবাগ, দলদলি চা বাগান এবং আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার মহানগরীর রায়নগর, ঝর্ণারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আগামী কয়েক দিন গাছের শাখা-প্রশাখা কাটার জন্য নগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। কি বে সূত্র।


Related Articles

Back to top button
Close