বানিয়াচংয়ে দুর্যোগ অগ্নিকান্ড ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্তদের মাঝে নগদ অর্থ ঢেউটিন প্রদান

সাজ্জাদ বিন লাল / আব্দুল হামিদ, বানিয়াচং থেকে।
প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউটিন ও গৃহনির্মাণ বাবাদ নগদ অর্থ বিতরণ করেছেন,
হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ।

আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পদ্মসস সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিতে বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩০০ পরিবারের মাঝে প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬০০০ টাকা বিতরণ করেছেন তিনি।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।