দেশজুড়ে

বাধ্যতামূলক অবসরে তিন পুলিশ সুপার

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ, অনলাইন ডেস্ক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনের পর এবার তিন পুলিশ সুপারকে (এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজন অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও অপরজন পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের এই তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

অবসরে পাঠানো পুলিশ সুপাররা হলেন- সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরী।

রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (৫৭ এর ৪৫ ধারা) বিধান অনুযায়ী, জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো।


Related Articles

Back to top button
Close