শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

নবীগঞ্জে কবি অধম গোপাল বাউল মেলা সম্পন্ন

প্রকাশিত হয়েছে -

স্টাফ রিপোর্টার,নবীগঞ্জ থেকে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের কালিয়ার ভাঙ্গা গ্রামে গতকাল ১৮ অক্টোবর ২০২২ ইং দিবাগত রাতে ওই গ্রামের বিশিষ্ট কবি ও গীতিকার অধম গোপাল রচিত লোকগানে গানে গানে ও পল্লীবাংলা লোকসংগীত একাডেমি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণভাবে বাউল মেলা সম্পন্ন হয়েছে৷ কবি ও সাহিত্যিক এডভোকেট এম,এ বাছিত ও গীতিকবি হাবিবুর রহমান হাবিবের যৌথ সঞ্চালনায়,
এতে লোক সংগীত পরিবেশেন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্বনামধন্য অনেক প্রখ্যাত বাউল শিল্পী বৃন্দ৷
প্রধান আকর্ষণীয় বাউল শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের অন্যতম শিষ্য ও শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠীর সভাপতি বাউল প্রানকৃষ্ণ গোপ, বিশেষ আকর্ষণীয় শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন প্রবীন বাউল শিল্পী
মখলিছুর রহমান আনসারী, শাহ্ আব্দুল করিম বাউল গোষ্টীর সাধারন সম্পাদক গীতিকার ও সংগীত শিল্পী এম,মুজিবুর রহমান, বাউল আফরোজ দেওয়ান, কবি এম,এ বাছিত, বাউল আব্দুল আলী, তাজুদ ইসলাম, বাউল তাজুদ,
বাউল উদাসী সামছু,বিরহী মিলন, মাতাল বাহার সহ আরো অনেকেই৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রবীন প্রবীণ বাউল সংগঠনের সভাপতি বিশিষ্ট গীতিকবি ও ওস্তাদ বাউল এখলাছুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বাউল বিরহী রাজু, এডভোকেট রিয়াদ পাঠান৷ প্রসঙ্গতঃ বহুমাত্রিক ব্যক্তিত্ব একাধারে কবি, গীতিকার, সুরকার, ও সফল ব্যবসায়ী অধম গোপাল৷ তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের কালিয়ার ভাঙ্গা গ্রামে একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন৷ তার ছেলে বেলা থেকেই তিনি লোকসংগীতের প্রতি ঝুঁকে পড়েন,তার লেখা গানের গ্রন্থ মানব তরী সহ অসংখ্য জনপ্রিয় গানের জনক তিনি৷ তার
রচিত গানে শ্রোতা জনপ্রিয়তা অনেক, যে গান দেশের অনেক জনপ্রিয় শিল্পীগণ পরিবেশন করে দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছেন৷ গতকাল ঝাঁক জমকপূর্ণ ভাবে অধম বাউল গোপাল বাউল মেলায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সংগীত অনুরাগী দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন৷
এতে আরো উপস্থিত ছিলেন পল্লীবাংলা লোকসংগীত একাডেমির সকল সদস্যগন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেক নেতৃবৃন্দ৷