দেশজুড়ে

জেলা পরিষদ নির্বাচনের ভোট আজ, সুষ্টু ও শান্তিপূর্ণ

প্রিন্ট করুন

নির্বাচনে তৎপর প্রশাসন
হবিগঞ্জের সংবাদ, পরিবারের ডেস্ক।
হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ আজ। সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি কেন্দ্রে ইভিএমে চলবে একটানা ভোট গ্রহণ। এতে ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত করবেন জনপ্রতিনিধিরা। তবে কারা হাসবেন বিজয়ের হাসি সেটা জানা যাবে ভোট গননার পর।
এদিকে, শান্তিপূর্ণ ও সুষ্টু নির্বাচন উপহার দিতে তৎপর ভ‚মিকায় রয়েছে প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন উপলক্ষে জেলায় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ প্রতিটি কেন্দ্রে ১ জন করে ম্যাজিস্ট্রেট, ৫ জন পুলিশ ও ৫ জন আনসার দায়িত্ব পালন করবেন। তাছাড়া এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের একটি টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন এবং ৯টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৬৩ জন প্রিজাইটিং ও পোলিং অফিসার। অন্যদিকে, ভোটে কারচুপি কিংবা হট্টগোল ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত তিনটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী অংশ নিয়েছেন। তাছাড়া ৭নং ওয়ার্ড (বাহুবল)’র সাধারণ সদস্য পদে আলাউর রহমান সাহেদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক। তবে ৩ জন প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত এডভোকেট মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের। তাদের মধ্যে যে কোন একজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোটের মাঠে ব্যাপক প্রচারণা করছেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক। ভোটাররা চাইলে জয় হতে পারে তার।
এদিকে, নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড দেয়া হয়েছে। গতকাল রবিবার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্যারেডে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপ‚র্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাগত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপ‚র্ণ ভোট গ্রহণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এই নির্বাচনে মোবাইল পুলিশের টিম স্ট্রাইকিং ফোর্সসহ অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সকল ধরনের অনিয়ম ও অনা


Related Articles

Back to top button
Close