দেশজুড়ে

রোগীর বোনকে ধর্ষণ, হাসপাতালের নৈশপ্রহরী গ্রেপ্তার

প্রিন্ট করুন


হবিগঞ্জের সংবাদ, অনলাইন ডেস্ক।

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বোনকে দেখতে গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মূল অভিযুক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ধর্ষণে সহযোগিতাকারী আরেক নৈশপ্রহরী আল-আমিন পলাতক।

অভিযুক্ত আব্দুল হাই উপজেলার ধোপাখালী ইউনিয়নের নরিল্যা গ্রামের আবু হানিফের ছেলে। আল-আমিন একই গ্রামের বাসিন্দা।

আজ রোববার ওই তরুণী বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তরুণী জানান, গত বুধবার তার বড় বোন অসুস্থ হলে তাকে ধনবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বোনকে দেখতে গেলে আব্দুল হাইয়ের সঙ্গে পরিচয় হয়। কৌশলে মোবাইল নম্বর নেয়। নানাভাবে সহযোগিতার কথাও বলে। পরে বৃহস্পতিবার হাসপাতালের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে আব্দুল হাই। তাকে সহযোগিতা করে আল-আমিন। পরদিন ফের তাকে ধর্ষণ করে।
ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন বলেন, আরেক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Related Articles

Back to top button
Close