জেলা যুবলীগ’র সম্মেলন পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মেয়র সেলিম

স্টাফ রিপোর্টার.
সাংবাদিকদের সাথে হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন পরবর্তী মতবিনিময় সভা করলেন সদ্য বিদায়ী জেলা যুবলীগ সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল শনিবার বিকেল ৪টায় শহরের আমিরচান কমপ্লেক্স’র স্কাই কুইন চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর পরিচালনায় মেয়র সেলিম তার বক্তব্যে বলেন, আপনারা যেভাবে স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন
করে সম্মেলনকে সফল ও সার্থক করে তুলেছেন সে জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে আমি চির কৃতজ্ঞ। মেয়র সেলিম বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির আয়না। আমি আপনাদের দেয়া যে কোন মতামত গুরুত্বের সাথে নেই। সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা সকলে মিলে হবিগঞ্জ পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। পরিশেষে তিনি আগামী ১৭ অক্টোবর হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করে এবং স্ব-স্ব অবস্থানে থেকে সবাইকে সহযোগীতা করার আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরিফ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান প্রমুখ।