জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই; আব্দুল মজিদ খান

সাজ্জাদ বিন লাল, আব্দুল হামিদ
বানিয়াচং থেকে।
হবিগঞ্জ-২ আসন থেকে টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সফর সাধারণ সম্পাদক ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান , সততার সাথে কাজ করে এলাকায় ব্যাপক উন্নয়ন করায়, এই উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ও দ্বিতীয় বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় এম.পি কে বিশাল গন সংবর্ধনা দিয়েছেন বানিয়াচং উপজেলার বড়ইউড়ি বিজিএম উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসী।
১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বড়ইউড়ি বিজিএম উচ্চ বিদ্যালয়ে ৭ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ভবন দুইটি উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি আব্দুল মজিদ খান মহোদয় এর মাধ্যমে সম্পাদন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেছেন বক্তারা। এ সময় উপস্থিত হাজারো জনতা উন্নয়নের স্বার্থে সবসময় নৌকা প্রতীকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আব্দুল মজিদ খান বলেন, আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমি চির কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধ থেকেই দিনরাত পরিশ্রম করছি আপনাদেরই জন্য। জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই।
উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মসস সিংহ এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দাবিরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিজিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ছালাক মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, ৭নং বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আহমেদ, কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, ৯নং পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, ১৪ নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ কুরাইশি মক্কী, আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড উজ্জ্বল ও মাহমুদ হোসেন খান মামুন, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, আরো উপস্থিত আছেন ৭নং বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রুজেল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আয়নাল প্রমুখ।