বানিয়াচংয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষনা

স্টাফ রিপোর্টার। এলাকায় আধিপত্য বিস্তার,দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টির দায়ে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল মিয়াকে অবাঞ্ছিত ঘোষনা করেছেন স্থানীয় দৌলতপুর গ্রামের হাজারো গ্রামবাসী ও নেতাকর্মীরা।
গত (৭ অক্টোবর)শুক্রবার বিকাল ৩.টায় ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি শেখ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে স্থানীয় চকবাজার ফিস মার্কেটে হাজারো গ্রামবাসী ও স্থানীয় আওয়ামীগের নেতাকর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় এলাকায় আধিপত্য বিস্তার,দাঙ্গা ফ্যাসাদ ও শান্তি শৃংঙ্খলা বিনষ্ট করে নিজ এলাকার বিরুদ্ধে অবস্থান নেয়ায় গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে ওই নেতাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

স্থানীয়রা জানান,কিছুদিন পূর্বে স্থানীয় মার্কুলী বাজারের সেন্টু দাস ও রজনী দাসের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কি হয়।পরবর্তীতে একটি পক্ষকে উস্কানি দিয়ে দাঙ্গার জন্ম দেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মইনুল মিয়া।এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।নিজের গ্রামের বিপক্ষে অবস্থান নিয়ে অপর গ্রামের লোকজনকে উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টিকারী নেতা মইনুলের এমন কর্মকাণ্ডের ঘটনায় দৌলতপুর গ্রামের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে গুঞ্জন ও সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে ফুঁসে উঠেন সারা গ্রামবাসী।পরে জরুরি সভার মাধ্যমে তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ধন মিয়া,ইউনিয়ন যুবলীগ সভাপতি লুৎফুর রহমান,ইউনিয়ন আওয়ামীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলাই,কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, শিক্ষক শেখ সালা উদ্দিন,বিশিষ্ট পঞ্চায়েত ব্যাক্তিত্ব আম্বর আলী শিশু মিয়া,খালেক মিয়া,আয়ুব আলী,আতাউর রহমান,সাইদুর মিয়া,যুবলীগ নেতা শেখ তৌহিদুল ইসলামসহ দৌলতপুর গ্রামের হাজারো গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এব্যাপারে ৫নং ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান জানান,নিজ এলাকার বিপক্ষে গিয়ে অন্য এলাকার লোকজনকে দিয়ে এলাকায় দাঙ্গা ফ্যাসাদের জন্ম দিয়েছেন মইনুল মিয়া। তাই গ্রামবাসী ও স্থানীয় নেতাকর্মীরা মিলে তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে।