সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক। সুনামগঞ্জের হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জেলার শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে হাসারচর গ্রামের সাংহাই হাওরের পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১০টার দিকে।
মারা যাওয়া শিশুগুলো হলো- হাসারচর গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ফাহিমা বেগম (৭) ও লাল মিয়ার মেয়ে ফাইজা বেগম (৬)।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে খেলাধুলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় শিশু দু’টি। সকাল ১০টার দিকে একই গ্রামের অপর এক শিশু গ্রাম সংলগ্ন সাংহাই হাওরে তাদের দুজনকে ভাসতে দেখে চিৎকার করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে পানিতে থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।