দেশজুড়ে

ভারতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাধবপুরের দুই যুবকের মৃত্যু

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক। ভারতের আগরতলা যাওয়ার সময় হবিগঞ্জের মাধবপুরের দুই যুবক বুধন্তী নামক স্থানে সিএনজি অটোরকিশা চাপায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রবিবার (০২ অক্টোবর) ভোরে বুধন্তী নামক স্থানো এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের স্বপন গোস্বামীর ছেলে সুমন গোস্বামী (৩০) ও পৌরসভার বনিক পাড়ার মৃত গৌরাঙ্গ চন্দ্র বনিক এর ছেলে মোহন বনিক(২৮)।


Related Articles

Back to top button
Close