শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

রুবেল আহম্মদ,মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে অহিংস দিবস। সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অহিংস দিবস পালিত হয়।
আজ(২ অক্টোবর)রবিবার সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ,ইন্টারন্যাশনাল ইলেক্টরাল ফান্ড ও ইউকেএইড এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশ্ব থেকে হিংসা,বিদ্বেষ,হানাহানি,মারামারি,অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো- অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান,আইডিয়ার প্রকল্প কর্মকর্তা পংকজ কুমার খাস্তগির,এডভোকেসি নেটওয়ার্ক এর শ্রীমঙ্গল কমিটির সাধারন সম্পাদক দিলীপ কুমার কৈরী। উপস্থিত ছিলেন টি,আই,বির কোঅর্ডিনেটর পারভেজ কৈরি,পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) অ্যাম্বাসেডর কাজী আসমাসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।