দেশজুড়ে

লাখাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট করুন

সাজিউর রহমান চৌধুরী মিন্টু,
লাখাই উপজেলার মোড়াকড়ি বাসস্ট্যান্ড থেকে ইসমাইল হোসেন গাজী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াসাহ আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে ওই এলাকার নয়ন স্টোরের সামন থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে এক লক্ষ টাকা মূল্যের ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে মোড়াকড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। এ ঘটনায় ওই এসআই বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close