দেশজুড়ে

মাধবপুর ভূমির অফিসের গাড়ী চালককে চুরির দায়ের চাকরি থেকে অব্যাহতি

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ,অনলাইন ডেস্ক। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি গাড়ী চালককে অফিসের টাইলস ও জব্দকৃত দুটি ড্রেজার মেশিন চুরির অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এছাড়া ৭ দিনের মধ্যে গাড়ী চালক জনি রায়কে চুরিকৃত মালামাল ফেরত দিতে সহকারী কমিশনার ভূমি সাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু চিঠিতে দেওয়া নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও তিনি চুরিকৃত মালামাল ফেরত দেইনি। চাকরি রক্ষা করতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

জানা যায়, মাধবপুর পৌর শহরের রায় পাড়ার হরিদাস রায়ের ছেলে জনি রায় কয়েক বছর আগে দৈনিক হাজিরা ভিত্তিতে গাড়ী চালকের নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর গ্যারেজের চাবি তার কাছে থাকতো। অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানতেন সুযোগকে কাজে লাগিয়ে সম্প্রতি মোবাইল কোর্ট জব্বকৃত দুইটি ড্রেজার মেশিন ও অফিসের দুই কার্টুন ঢাইলস চুরি করে বিক্রির করে দেওয়া অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। চুরির বিষয়টি ভূমি অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গোপন থাকেনি।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন গাড়ী চালক জনি রায়কে চুরির বিষয়ে জানতে চাইলে জনি চরির দায় শিকার করে অকপটে। গত ৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের দৈনিক হাজিরা ভিত্তিতে গাড়ী চালক জনি রায়কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে এবং ৭ দিনের মধ্যে চুরিকৃত মালামাল ফেরত দিতে বলা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু চুরিকৃত মালামাল এখনো সে ফেরত দেইনি।


Related Articles

Back to top button
Close