দেশজুড়ে

বানিয়াচংয়ে দুই মেম্বারের বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় নিহত ১

প্রিন্ট করুন

সুজন মিয়া/সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।
বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের পূর্ব বাজুকা গ্রামে বর্তমান ও সাবেক মেম্বারের বিরোধের জেরধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসাক মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইসাক মিয়া ওই গ্রামের কাছম আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বাজুকা গ্রামের বর্তমান মেম্বার রফিকুল ইসলামের সাথে ও একই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার ফজলু মিয়ার ফিসারীসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এরই জেরধরে তাদের দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইসাক মিয়া নিহত হয়। আহতদের মধ্যে ওলি মিয়া, মহন মিয়া, আলতাছ মিয়া, জনি মিয়া ও নাজমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে ঘটনার পর থেকেই পুলিশ ওই গ্রামে সাড়াশি অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।


Related Articles

Back to top button
Close