দেশজুড়ে

জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় একতা স্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

প্রিন্ট করুন


সাজ্জাদ বিন লাল/ মুবিন আহমদ মিনহাজ, বানিয়াচং থেকে। দ্বিতীয় বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি কে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
আজ শুক্রবার সকালে হবিগঞ্জের বাস ভবনে উপস্থিত ছিলেন কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সহ সভাপতি আব্দুল মজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উসমান মিয়া, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম,সাহাজ উদ্দিন সাহা,স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আকবর মিয়া,ইউনিয়নের তরুণ যুব নেতা রফিকুল ইসলাম রবি, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার, সহকারী শিক্ষক সাইফুজ্জামান, মাওলানা মামুনুর রশীদ, শামীম আহমদ ও মাসুদা বেগম প্রমুখ।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close