দেশজুড়ে

নবীগঞ্জে শ্রী শ্রী ভৈরবানন্দ মহাশক্তি দেবালয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত হয়েছে

প্রিন্ট করুন

নবীগঞ্জ শ্রী শ্রী ভৈরবানন্দ মহাশক্তি দেবালয়ে আউশকান্দি-সঈদপুর সেলুন সমিতির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত হয়েছে৷

নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শ্রী শ্রী ভৈরবানন্দ মহাশক্তি দেবালয়ে আউশকান্দি-সঈদপুর সেলুন সমিতির উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত হয়েছে৷
গত ১৭ সেপ্টেম্বর প্রথম প্রহর থেকে দিবা-রাত্রী ব্যাপী উক্ত পুজা অনুষ্ঠিত হয়৷ এসময় উপস্থিত ছিলেন আউশকান্দি সঈদপুর সেলুন সমিতির সভাপতি ভূলনশীল, সহসভাপতি শ্রী প্রানকৃষ্ণ চন্দ্র,সাধারণ সম্পাদক শ্রী সজল চন্দ্র,যুগ্ম সাধারণ সম্পাদক নীরেশকর,সাংগঠনিক সম্পাদক অরুন কর,সহ সাংগঠনিক সম্পাদক শ্রী শান্ত রবিদাস,কোষাধ্যক্ষ সি কে লিটন,দপ্তর সম্পাদক বিশ্ম বৈদ্য, প্রচার সম্পাদক রানা কর,সহ প্রচার সম্পাদক রতন কর,ধর্ম বিষয়ক সম্পাদক প্রসেনজিৎ বৈদ্য, সাংস্কৃতিক সম্পাদক শ্রী শ্যামল চন্দ,সহসাংস্কৃতিক সম্পাদক শ্রী মাদাই কর,আইন বিষয়ক সম্পাদক শ্রী জগদিশ চন্দ্র, সমাজ কল্যান সম্পাদক শিপন রবিদাস,তথ্য বিষয়ক সম্পাদক সমিরণ চন্দ্র,শিক্ষা বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ রবিদাস, কার্যনির্বাহী সদস্য বাসু বৈদ্য, সুবীর বৈদ্য, দিনু বৈদ্য, বিনয় সরকার, সুমন কর,সুকুমার সরকার, রিপন কর,রিংকু কর, সম্মানিত সদস্য প্রভাতকর, অরেন্দ্র কর, অসিত কর, সুমন কর, সজল মালাকার,হিরন সরকার, কৃষ্ণ সরকার, জান্টু কর, হৃদয় রবিদাস সাগর দাস সহ আরো অনেকেই৷ সন্ধার পর আরতি ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়৷
সার্বিক সহযোগিতায় ছিলেন সনাতন সংঘের নেতৃবৃন্দ৷


Related Articles

Back to top button
Close