দেশজুড়ে

রাজীব নূরের উপর হামলার প্রতিবাদে অনশন করবেন সাংবাদিক ও কলামিস্ট বিষ্ণু

প্রিন্ট করুন

মুবিন আহমেদ মিনহাজ,
বানিয়াচঙ্গে সাংবাদিক রাজীব নূরের উপর হামলার প্রতিবাদে অনশন করবেন প্রতিদিনের বাংলাদেশ’র সিনিয়র সহকারী সম্পাদক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু। আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারাদিন বানিয়াচং শহীদ মিনারে বসে তিনি এ কর্মসূচী পালন করবেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র স্পেশাল এসাইনমেন্ট এডিটর রাজীব নূর বাইসাইকেলে বিশ্বভ্রমণকারী ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের তথ্য-উপাত্ত সংগ্রহ করতে বানিয়াচং এসে স্থানীয় ৩ সাংবাদিকসহ হামলার শিকার হন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে চানপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


Related Articles

Back to top button
Close