দেশজুড়ে

বানিয়াচংয়ে ইয়াবাসহ গ্রেফতার তিন

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টার।হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২.টায় উপজেলার
৩নং ইউনিয়নের জাতুকর্ণ পাড়ার মাইজের মহল্লায় রাত্রীকালিন অভিযানকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো জাতুকর্ণপাড়া গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র মইন উদ্দিন বাবুল (৪৫)।মৃত আব্দুর নুর মিয়ার পুত্র আব্দুল মালেক (৩৫)।ছৈয়ব উল্লার পুত্র রিপন মিয়া (৩০)। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের দিকনির্দেশনায় অভিযান পরিচালায় ছিলেন,এসআই রাজু বৈষ্ণব, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সংঙ্গীয় ফোর্স। পুলিশ জানান,থানা এলাকায় মাদক, জুয়া, দাঙ্গা প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close