বানিয়াচং মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

প্রেস সংবাদ,
বানিয়াচং উপজেলার ২নং মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানমকে সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়াকে সহসভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব আফরোজা বেগম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তমাল কুমার বিশ্বাস (দাতা সদস্য), আব্দুর জাহের মিয়া, আবু বকর সিদ্দীক, ইউপি সদস্য উজ্জ্বল মিয়া, রাশেদা খাতুন, প্রিয়াংকা রানী সোমা, উম্মে সায়লা। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি এসএম খোকন।