দেশজুড়ে

সাংবাদিক রাজীব নুরসহ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রিন্ট করুন


মোঃ সুজন মিয়া, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ হবিগঞ্জ-বানিয়াচংয়ের ৪ সাংবাদিকের উপর ভূমিখেকো ওয়াহেদ গং কর্তৃক হামলা ও রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বানিয়াচংয়ে কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা শেখ নমির আলী।
বাংলাদেশ খবর প্রতিনিধি খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেন, মোশাররফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব,দৈনিক কালের কন্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া,দৈনিক যুগান্তরের প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শিব্বির আহমেদ আরজু,সিনিয়র সাংবাদিক ইয়াসিন আরাফাত,দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম, দৈনিক খোয়াই প্রতিনিধি সাহিদুর রহমান,হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
নেতা নারায়ণ দত্ত, আলমগীর রেজা, নূরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তৌহিদ মিয়া,আমীর হামজা, আকিকুর রহমান, আনোয়ার হোসেন,আতাউর রহমান, আবদাল হোসেন, মুজিবুর রহমান,আজমল হোসেন, ফজলে এলাহি, আব্দুল মালেক,আক্তার হোসেন আলহাদী, শাহ সুমন, এনায়েত হোসেন, সুজন, মাজহারুল খান অপু,এসকে রাজ,হৃদয় খান, সাব্বির চৌধুরী সোহাগ,ইফতিখার উদ্দিন, কাউছার আহমেদ শিহাব, শাহরিয়ার শাওন,মফিজুর রহমান নাবিল, হুমায়ুন শাহ,দিলশাদ আহমেদ, ইকবাল হোসেন, সাঈদ আহমেদ, মাছুম খান,বিভু ঠাকুর, মোঃ মুজিবুর রহমান, ডাঃ নূরুল আমীন, আনহার উদ্দিন মুন্না,রবিউল আহমেদ রাজা,নিলয়,আরফাত রহমান, ঝুমুর দেব,রাসেল আহমেদ,মোজাক্কির হোসেন,সঞ্জু ঠাকুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা থানা প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আহবান জানিয়েছেন।
পাশাপাশি উপজেলা প্রশাসন কে বাড়িটি দখল মুক্ত করে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের নামে স্মৃতি যাদুঘর করার দাবি জানিয়েছেন।
একই সাথে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট আলবদর পরিবারের সদস্য ভূমিখেকো ওয়াহেদ কে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন।


Related Articles

Back to top button
Close