দেশজুড়ে

বানিয়াচংয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার চার সাংবাদিক

প্রিন্ট করুন

মোঃ সুজন মিয়া, ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পুরোনো বসতবাড়ীর তথ্য সংগ্রহ করতে গিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিডিনিউজ ২৪.কম এর এ্যাসাইনমেন্ট এডিটর রাজিব নুরসহ চার সাংবাদিকের উপর হামলা করা হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩.টায় উপজেলার ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিদ্যাভূষণ পাড়ায় ওই হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর হামলার ঘটনায় বানিয়াচং থানায় হামলাকারী ওয়াহেদসহ তার বাহিনীর বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়,বাই সাইকেলে বিশ্ব ভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়ির তথ্য সংগ্রহ করতে ঢাকা থেকে বানিয়াচংয়ে আসেন বিডিনিউজ ২৪.কম এর স্পেশাল এ্যাসাইনমেন্ট এডিটর রাজিব নুর। বিকালে তিনি স্থানীয় বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মোশাহেদ মিয়া,দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার প্রতিনিধি তৌহিদ মিয়া,দেশসেবা প্রতিনিধি আলমগীর রেজাসহ চারজন রামনাথ বিশ্বাসের বাড়িতে পৌঁছেন তথ্য সংগ্রহের জন্য।এসময় পুরোনো বাড়িটির ছবি তোলেন ও তথ্য সংগ্রহ করেন সাংবাদিকরা।তথ্য সংগ্রহ কালে রামনাথ বিশ্বাসের বসতবাড়ি অবৈধভাবে দখলকারী ওয়াহেদ মিয়ার নেতৃত্বে সাংবাদিকদের উপর অতর্কিতভাবে হামলা চালায় ওয়াহেদ বাহিনীর লোকজন।মারপিট করে সাংবাদিকদের হাত থেকে ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেয় হামলাকারীরা।পরে স্থানীয় লেকজনের সহযোগিতায় সাংবাদিকরা তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ফিরে পান এবং বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।পরে বানিয়াচং থানায় ওই হামলাকারীদের বিরুদ্ধে বানিয়াচং থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করা হয়। উল্লেখ্য ইতিপূর্বে হবিগঞ্জের দুই সাংবাদিকের উপরও হামলা চালিয়েছিলো ওই ভূমিখেকো ওয়াহিদ বাহিনী।অপরদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজিব নুরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা তথা সারাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানাচ্ছেন দেশের সাংবাদিকরা।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন,মামলা নেয়া হয়েছে, দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


Related Articles

Back to top button
Close